করাচি বিমান দুর্ঘটনায় জনপ্রিয় পাকিস্তানি মডেল জারা আবিদের মৃত্যুর আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2020 07:14 PM (IST)
করাচি বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল জারা আবিদের মৃত্যু নিয়ে জল্পনা। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়ে, সেখান ছিলেন সে দেশের জনপ্রিয় মডেল জারা আবিদ।
নয়াদিল্লি: করাচি বিমান দুর্ঘটনায় জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল জারা আবিদের মৃত্যু নিয়ে জল্পনা। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়ে, সেখান ছিলেন সে দেশের জনপ্রিয় মডেল জারা আবিদ। পিআইএ-র বিমান ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে। ট্যুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপরই পাক সাংবাদিক জেইন খান দাবি করেন, মৃত্যু হয়েছে জারা আবিদের। ট্যুইটারে জেইন খান লেখেন, 'পিআইএ-র পিকে৮৩০৩ ফ্লাইটে সওয়ার ছিলেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল জারা আবিদ। গুজব সত্যি হল, তিনি আর বেঁচে নেই। খবরটা অত্যন্ত দুঃখজনক! তাঁর পরিবারের জন্য সমবেদনা!' যদিও পাক সরকার এখনও জারা আবিদের মৃত্যুর খবরে সিলমোহর দেয়নি। অন্যদিকে পাকিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপূর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি ভেঙে পড়ে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন টিনসেল টাউনের একাধিক সেলেব।