Pakistani Drone: ভারতের আকাশসীমায় পাকিস্তানের ড্রোন, সীমান্তে জারি হাই অ্যালার্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2020 03:15 PM (IST)
Pakistani Army continues violation of ceasefire. | এরই মধ্যে আজ রজৌরিতে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
ফাইল ছবি
জম্মু: সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস ও নাশকতার চক্রান্ত অব্যাহত। জঙ্গি অনুপ্রবেশ, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন, সন্ত্রাসবাদী হামলার পাশাপাশি এবার ড্রোনের মাধ্যমে ভারতীয় সেনার উপর নজরদারি চালানোর চেষ্টা করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের মনকোট সেক্টর এবং মেন্ধর সেক্টরে পাক ড্রোনের দেখা মিলেছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গতকাল পাক ড্রোনের দেখা মেলে। সীমান্তে পাক সেনার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণের সময় গতকাল সন্ধে ৬.১৫ মিনিট নাগাদ পুঞ্চ সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক সেনা। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে গুলিবর্ষণ। এরই মাঝে ভারতের আকাশসীমায় পাক ড্রোন উড়তে দেখা যায়। গোলাগুলি চালিয়ে ভারতের সেনা জওয়ানদের ব্যস্ত রেখে, সেই সুযোগে ড্রোন উড়িয়ে গোপন তথ্য সংগ্রহ করাই পাকিস্তানের লক্ষ্য। ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, গতকাল সন্ধেবেলা পাক ড্রোন দেখার পরেই সীমান্তে সুরক্ষার উপর আরও জোর দেওয়া হচ্ছে। পাকিস্তান গত ৬ মাস ধরে সীমান্তে অস্ত্রশস্ত্র ও মাদক সরবরাহ করার জন্য ড্রোন ব্যবহার করছে। পাকিস্তানের এই অপচেষ্টা রোখার জন্য সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে আজ রজৌরিতে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আজ সকাল ১১.১৫ মিনিট নাগাদ থেকে গোলাগুলি চালাতে শুরু করে পাক সেনা। ভারতীয় সেনাও পাল্টা জবাব দেয়।