নয়াদিল্লি: সরকার ও বিভিন্ন সংস্থা যে সমস্ত পরিষেবা প্রদান করে সেগুলির জন্য আধার কার্ড একক সমাধানসূত্র হয়ে উঠেছে। মসৃণ আর্থিক লেনদেনের জন্য সরকার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক করেছে। এই সংযুক্তির ফলে সরকারের আর্থিক লেনদেনে নজর রাখা ও করফাঁকি এড়ানোর কাজ সহজ হয়েছে। সেইসঙ্গে তা করফাঁকি এড়াতে একই ব্যক্তির একাধিক প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে লাগাম টেনেছে। কিন্তু এখনও অনেকেই রয়েছেন, যাঁদের প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়নি। ওই সমস্ত ব্যক্তিদের শেষ সুযোগ দিতে প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা সরকার ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। 
প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া সরল করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনেই করা যেতে পারে। গত ৮ জুন এই পোর্টালের লঞ্চ করেছে সরকার। করদাতাদের কর প্রদানের প্রক্রিয়া সরল করতে সরকার ওই পোর্টার লঞ্চ করে ইউআই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। 
প্যান ও আধার সংযুক্তির প্রক্রিয়া


এক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি-
-https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।
- পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
-ক্লিক করলেই নতুন ওয়েব পেজ খুলে যাবে
-এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
-প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
-এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।


প্যান ও আধার সংযুক্তিকরণ না হলে কী হবে?
বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান গুরুত্বপূর্ণ নথি। আধারের সঙ্গে এর সংযুক্তি না ঘটালে সময়সীমার পর তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুতির মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে।