গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাবন্ত, স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর আজ সকালে পর্রীকরকে দেখতে যান। সাবন্তও জানিয়েছেন, পর্রীকরের অবস্থা এখন স্থিতিশীল। অসুস্থ পর্রীকরকে দেখতে গোয়ায় দিল্লি এইমসের দুই চিকিৎসক, অবস্থা স্থিতিশীল
Web Desk, ABP Ananda | 25 Feb 2019 06:11 PM (IST)
ফাইল ছবি
পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের অবস্থা এখন স্থিতিশীল। তাঁর দফতরের পক্ষ থেকে আজ এমনই জানানো হয়েছে। শনিবার গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি হন গোয়ার মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে দিল্লির এইমস থেকে গোয়া পৌঁছন দুই চিকিৎসক। তাঁরা পরীক্ষা করে দেখছেন পর্রীকরকে। এরপর আজ গোয়ার মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘এইমসের ডাক্তার প্রমোদ গর্গ মাননীয় মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের চিকিৎসার মূল দায়িত্বে আছেন। তিনি মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করেছেন। মুখ্যমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল। তাঁর উন্নতি দেখে চিকিৎসকরা খুশি।’