করাচি: বিশ্বকাপ চলাকালীন তিনি অভিযোগ করেছিলেন, সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানকে ছিটকে দিতে লিগ পর্বের শেষ কয়েকটি ম্যাচ ইচ্ছাকৃতভাবে হেরে যেতে পারে ভারত। সেই মন্তব্যের জন্য এবার নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছেই জবাবদিহি করতে হবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিকে।


করাচির স্থানীয় কোচ হিসাবে তাঁকে নিয়োগ করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে পিসিবি-র একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘বোর্ড থেকে বাসিতকে বলা হয়েছে যে প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং বোর্ডের একজন অংশ হয়ে কীভাবে তিনি টেলিভিশন চ্যানেলে এরকম হঠকারী মন্তব্য করে বসলেন, তার ব্যাখ্যা দিতে। বাসিতের মন্তব্যের জন্য পাক বোর্ডকেই অস্বস্তিতে পড়তে হয়েছিল। কারণ ওই মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ বা যুক্তি দিতে পারেননি বাসিত। মাঝখান থেকে বিশ্বক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, ‘করাচির স্থানীয় কোচ হিসাবে বাসিতের নিয়োগ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। পাকিস্তান আইসিসি-র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং বাসিতকে স্থানীয় কোচ নিয়োগ করলে পিসিবি-র ভাবমূর্তি কী দাঁড়াবে, তা নিয়ে অনেকে ধন্দে। বাসিতকে চুক্তিপত্র দেওয়ার কথা থাকলেও তাই এখনই সেটা হচ্ছে না।’

এর আগে পাকিস্তানের জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসাবে কাজ করেছেন বাসিত। এর আগেও ধারাভাষ্য দেওয়ার সময় পাকিস্তানের একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ শিয়ালকোটের দল ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে বলে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। পরে এ নিয়ে প্রশ্ন করায় এক প্রাক্তন ক্রিকেটারকে চড় মারার অভিযোগও উঠেছিল বাসিতের বিরুদ্ধে।