নয়াদিল্লি: আজ কার্গিল বিজয় দিবস। কার্গিল সংঘর্ষে ভারতের বিজয়ের ২০ বছর পূর্ণ হল। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন।


প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, ভারতমাতার সব বীর সন্তানদের আমি কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই দিন আমাদের সেনাদের সাহস, পরাক্রম ও আত্মোৎসর্গের কথা স্মরণ করিয়ে দেয়। মাতৃভূমির রক্ষায় নিজেদের সর্বস্ব দেওয়া যোদ্ধাদের আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


কার্গিল সংঘর্ষ চলার সময় তৎকালীন বিজেপি নেতা মোদি ওই এলাকায় সফর করেন ও সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ছবি তিনি শেয়ার করেন অন্য একটি টুইটে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৯৯৯ সালে তিনি বিজেপির জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ শাখার হয়ে কাজ করছিলেন। কার্গিলে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে স্মরণীয় হয়ে যাকবে।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনীকে।