অমেঠি: এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের অমেঠির মানুষ তাঁকে সাংসদ নয়, দিদি হিসেবে নির্বাচিত করেছেন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকার প্রকল্প চালু করছেন বলেও জানিয়েছেন।


অমেঠির জগদীশপুরে এক অনুষ্ঠানে গিয়ে স্মৃতি বলেছেন, ‘অমেঠি আমাকে সাংসদ নয়, দিদি হিসেবে নির্বাচিত করেছে। অমেঠি আমার বাড়ি। আমি সবসময় সেই সম্মান রক্ষা করব। মেয়েদের শিক্ষা দেওয়া উচিত। এর ফলে পরিবার ও সমাজ শক্তিশালী হবে। মেয়েদের সুরক্ষা ও সম্মান রক্ষা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব। কেউ মেয়েদের সুরক্ষা ও সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। একজন সাংসদ হিসেবে আমি পুলিশ সুপারকে এ কথা বলছি।’

এদিন একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি। তিনি ২৬টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া একটি মেয়েদের স্কুল ও একটি দমকল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অমেঠির প্রতিটি ব্লকে একটি করে দমকল কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেন তিনি।