ইউনেস্কোর এক আধিকারিক জানিয়েছেন, ‘আজারবাইজানের রাজধানী বাকুতে ৩০ জুন থেকে শুরু হয়েছে ইউনেস্কো বিশ্ব হেরিটেজ কমিটির ৪৩-তম সম্মেলন। চলবে ১০ জুলাই পর্যন্ত। এই সম্মেলনেই জয়পুর এই সম্মান পেয়েছে। ২০১৮ সালে দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটসের জয়পুর পরিদর্শন করেন। বিশ্ব হেরিটেজ কমিটি সেই মনোনয়ন খতিয়ে দেখে জয়পুরকে হেরিটেজ সাইট ঘোষণা করেছে।’