দেহরাদুন: উত্তরাখণ্ডে এবার থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে দুইয়ের বেশি সন্তান থাকা চলবে না এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আজ উত্তরাখণ্ড বিধানসভায় এই বিল পাশ হয়ে গিয়েছে। মঙ্গলবারই বিলটি পেশ করা হয়েছিল বিধানসভায়। তবে বিরোধীদের হই-হট্টগোলের জেরে বিলটি নিয়ে আলোচনা সম্ভব হয়নি। যদিও শেষপর্যন্ত ধ্বনিভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়ে গিয়েছে। রাজ্যপাল সম্মতি জানালেই আইন জারি হয়ে যাবে। উত্তরাখণ্ডের পরিষদীয় মন্ত্রী মদন কৌশিক জানিয়েছেন, ‘আমরা সব পঞ্চায়েত সদস্যের শিক্ষাগত যোগ্যতা বেঁধে দিয়েছি। সাধারণ জাতির ক্ষেত্রে অন্তত দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হবে। তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পুরুষদের অন্তত অষ্টম শ্রেণি এবং মহিলাদের অন্তত পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হবে। সংস্কারের লক্ষ্যেই আমরা এই বিল এনেছি।’