কলকাতা: দেশে এখনও বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দু’-একদিন অন্তর বেড়েই চলেছে জ্বালানির দাম। ফের রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামে। আজ কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা।


শনিবারের এই মূল্যবৃদ্ধির পর মুম্বইয়ে পেট্রোলের দাম একশো টাকা ছাড়াল। এদিনের মূল্য সংশোধনের ফলে মুম্বইয়ে ডিজেলের দাম ২৮ থেকে ৩০ পয়সা বেড়েছে। পেট্রোলের দাম লিটারে ২৫-২৬ পয়সা বেড়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটারে ৯৩.৯৪ টাকা। ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা।


এই প্রথম মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করল। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে পেট্রোলের খুচরো বিক্রয় মূল্য হয়েছে ১০০.১৯ টাকা। দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা পার করল। উল্লেখ্য, এর আগেই রাজস্থানের শ্রীগঙ্গানগর ও মধ্যপ্রদেশের ভোপালে ১০০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, মুম্বইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১৭ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫.৫১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬৫ টাকা।


চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। মে মাসে ১৫ বারে দিল্লিতে পেট্রোলে প্রতি লিটারে ৩.৫৩ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ৪.১৮ টাকা দাম বেড়েছে।


মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর পর থেকেই ফের পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হতে শুরু করে।


উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার আশঙ্কা।