কলকাতা: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা হল। মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫.০৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৫.৯৫ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০১.২৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.১০ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৪৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯০.৬৬ টাকা।
মে মাসে পেট্রোল ও ডিজেলের বিক্রি কমেছে ১৭ শতাংশ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে দেশের প্রায় সমস্ত রাজ্যেই চলছে বিধিনিষেধ। এ জন্য চাহিদা কমায় মে মাসে পেট্রোল ও ডিজেলের বিক্রয় এর আগের মাসের তুলনায় ১৭ শতাংশ কমেছে। পরিসংখ্যাণ অনুসারে, পেট্রোলের বিক্রয় মে মাসে কমে হয়েছে ১৭.৯ লক্ষ টন, যা গত এক বছরে সবচেয়ে কম। যদিও গত বছরের মে মাসের তুলনায় ১৩ শতাংশ বেশি হলেও প্রাক কোভিড পর্বের ২৪.৯ লক্ষ টনের থেকে তা ২৮ শতাংশ কম।
দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের বিক্রয়ও চলতি বছরের মে মাসে কমে হয়েছে ৪৮.৯ লক্ষ টন, যা ২০১৯-এর মে মাসের তুলনায় ৩০ শতাংশ কম। ২০২১-এর মে মাসে রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রয়ও ছয় শতাংশ কমেছে। এর বিক্রয় কমে হয়েছে ২১.৬ লক্ষ টন। যদিও ২০১৯-র মে মাসের ২০.৩ লক্ষ টনের চেয়ে তা ৬ শতাংশ বেশি।
অন্যদিকে, জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ছয়টায় সংশোধন করা হয়। সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়। পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটির মতো কিছু ট্যাক্স ও ডিলারের কমিশন যুক্ত হয়। এসব যুক্ত করার পর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এসএমএসের মাধ্যমেও পেট্রোল ও ডিজেলের মূল্য জানা যায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আরএসপি ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। মনে রাখতে হবে যে, প্রত্যেক শহরের কোড ভিন্ন। সেই কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।
গত মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর পর থেকেই ফের পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হতে শুরু করে।
উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার আশঙ্কা।