নয়াদিল্লি: ফের বিতর্কে বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। ধর্মে মুসলমান হওয়া সত্ত্বেও দুর্গাপুজো প্যান্ডেলে তাঁকে দেখা যাওয়ায় অনেকে আপত্তি তুলেছেন। আক্রমণ শানিয়েছে ইত্তেহাদ উলেমা এ হিন্দ নামে একটি সংগঠন। তাদের মুফতি আসাদ কাসমির দাবি, নুসরত তাঁর নাম, ধর্ম পাল্টে ফেলুন।

দেওবন্দের এই উলেমার প্রশ্ন, নুসরত কেন ধর্মবিরোধী কাজ করছেন, ইসলামে আল্লা ছাড়া আর কারও উপাসনা করা পাপ। তাঁর দাবি, যখন তিনি ধর্মবিরোধী কাজই করছেন তাহলে নিজের নামটা বদলে ফেলুন। এভাবে ইসলাম ও মুসলমানদের বদনাম করছেন তিনি।

এর আগেও কট্টরপন্থীদের আক্রমণের মুখে পড়েছেন নুসরত। সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বন্দেমাতরম বলাতে ঝামেলা শুরু হয়েছিল। নিখিল জৈনকে বিয়ে করা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। এমনকী মাথায় সিঁদুর দেওয়া নিয়েও হয় বিতর্ক। কিন্তু নুসরত নিজের অবস্থানে সব সময় অনড় থেকেছেন।