নয়াদিল্লি: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ‘প্রগতি’ বৈঠকে আমলাদের ‘২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি’ প্রকল্পে যাবতীয় বাধা দূর করার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি। কোনও পরিবার যেন এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, রাজ্যগুলিকে জল সংরক্ষণের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২৯ বার ‘প্রগতি’ বৈঠক করেন মোদি। দ্বিতীয়বার শপথগ্রহণ করার পর তিনি আজ প্রথম এই ধরনের বৈঠক করলেন। এই বৈঠকে বিভিন্ন আর্থিক পরিষেবার বিষয়ে মানুষের অভিযোগ খতিয়ে দেখা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পের বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।
২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি প্রকল্পে যেন কোনও বাধা না আসে, আমলাদের নির্দেশ মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2019 08:35 PM (IST)
আয়ুষ্মান ভারত প্রকল্পের বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -