কাশ্মীরিদের নিগ্রহ ‘বিকারগ্রস্ত, বিপথগামী লোকজনের’ কাজ, উত্তরপ্রদেশ সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, অন্য রাজ্যগুলিও কঠোর পদক্ষেপ করুক, লখনউয়ের ঘটনার প্রতি ইঙ্গিত করে বললেন মোদি
Web Desk, ABP Ananda | 08 Mar 2019 05:17 PM (IST)
কানপুর (উত্তরপ্রদেশ): পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ৪০ জওয়ানের মৃত্যুর পর দেশের বেশ কয়েকটি শহরে পাল্টা কাশ্মীরিদের ভিলেন বানিয়ে নিগ্রহ করার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে কঠোর ব্যবস্থা নিতে বললেন নরেন্দ্র মোদি। বিরোধী রাজনৈতিক দলগুলি পুলওয়ামার পাল্টা কাশ্মীরিদের হামলার টার্গেট করার তীব্র নিন্দা করেছে। আজ এই ইস্যুতে মুখ খুলে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ঐক্য, সংহতির পরিবেশ বজায় রাখা খুবই জরুরি। কাশ্মীরিদের যে কোনও হেনস্থা, নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। লখনউয়ে সম্প্রতি ২ কাশ্মীরি ফলবিক্রেতাকে মারধর, হেনস্থার ঘটনায় শোরগোল চলছে। ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর অভিমত, এ ধরনের হামলা বিকারগ্রস্ত, বিপথগামী লোকজনের কাজ, যারা আমাদের কাশ্মীরিদের ভাইয়ের টার্গেট করেছে। উত্তরপ্রদেশ সরকার ঘটনার সঙ্গে সঙ্গে নিগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, অন্য রাজ্য সরকারগুলিকেও বলব, যখনই এমন ঘটনা ঘটবে, কঠোর পদক্ষেপ করুন। এদিন কানপুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লখনউ মেট্রোর নর্থ-সাউথ করিডরে বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে ভাষণ দেন তিনি। সেখানেই আগ্রা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মোদি। প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের পরপর উত্তরাখণ্ডের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাশ্মীরি পড়ুয়াদের নিগ্রহ, তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ রেখে ঘরে ফিরে যেতে বাধ্য করার অভিযোগ উঠলেও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভারেকর দাবি করেছিলেন, কোথাও কাশ্মীরি নিগ্রহ হচ্ছে না, তাদের নিরাপত্তা বিপন্ন নয়।