ইনদওর: বোহরা সম্প্রদায়ের অনুষ্ঠানে সৎভাবে ব্যবসা করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বোহরা সম্প্রদায়ের প্রশংসা করে বলেছেন, ‘গত চার বছরে আমাদের সরকার স্পষ্ট বার্তা দিতে পেরেছে, আইন ও নিয়ম মেনেই ব্যবসা করতে হবে। জিএসটি, দেউলিয়া সংক্রান্ত আইনের মাধ্যমে সৎ ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। সৎভাবে ব্যবসা করার ক্ষেত্রে বোহরা সম্প্রদায়ের লোকজন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে হাতের পাঁচ আঙুল সমান হয় না। কিছু লোক প্রতারণাকেই ব্যবসা মনে করে।’

ঋণখেলাপে অভিযুক্ত বিজয় মাল্যকে নিয়ে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসিকে নিয়েও কম বিতর্ক হচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে মাল্যদেরই বার্তা দিলেন মোদী।

কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সারা বিশ্বের বিনিয়োগকারীদের ভারতের প্রতি আস্থা বেড়েছে। রেকর্ড বিনিয়োগের ফলে মোবাইল ফোন, গাড়ি ও অন্যান্য পণ্যের উৎপাদন বেড়েছে। চলতি অর্থবর্ষের গত ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার আট শতাংশের বেশি হয়েছে। আমরা আর্থিক বৃদ্ধির হার দুই অঙ্কে নিয়ে যেতে চাইছি। আমি বিশ্বাস করি, যাবতীয় বাধা অতিক্রম করে দেশ এই লক্ষ্যে পৌঁছতে পারবে।’

স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘চার বছর আগে আমি যখন প্রধানমন্ত্রী হই, তখন দেশের ৪০ শতাংশ বাড়িতে শৌচাগার ছিল। আমাদের মা-বোনেদের কতটা অসুবিধা হয়েছে, সেটা অনুধাবন করতে পারি। এখন ৯০ শতাংশ বাড়িতে শৌচাগার আছে। স্বল্প সময়ের মধ্যে এই কাজ করা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দেশের ৫০ কোটি গরিব মানুষের কাছে সর্বরোগনিবারক ওষুধের মতো হয়ে উঠেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ইউরোপের মোট জনসংখ্যা যত, প্রায় তত মানুষকে আমরা স্বল্পমূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি।’

সইফি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বোহরা সম্প্রদায়ের ধর্মগুরু সইদনা মুফদ্দল সইফুদ্দিনের সঙ্গে একই মঞ্চে বসেন প্রধানমন্ত্রী। তিনি বোহরা সম্প্রদায়ের প্রশংসা করে বলেন, ‘বসুধৈব কুটুম্বকম ভারতের শক্তি। এর ফলেই অন্য দেশগুলির চেয়ে নিজেকে আলাদা করেছে ভারত। বোহরা সম্প্রদায়ের লোকজন নিজেদের কাজকর্মের মাধ্যমে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন।’