নয়াদিল্লি: প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের রাফাল ডিল নিয়ে চাঞ্চল্যকর দাবি সামনে আসতেই রাহুল গাঁধী ট্যুইট করে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। ফরাসি মিডিয়া দেশের আগেকার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে খবর দিয়েছে যে, ভারত সরকারই ৫৮০০০ কোটি টাকা মূল্যের রাফাল যুদ্ধবিমান সরবরাহের ডিলে ফরাসি নির্মাতা সংস্থার পার্টনার হিসাবে রিলায়েন্স ডিফেন্সের নাম সুপারিশ করেছিল। কংগ্রেস সভাপতির দাবি, এ থেকে বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী নিজে বন্ধ দরজার পিছনে বসে রাফালে চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, তাতে বদল ঘটিয়েছিলেন। ফ্রাসোঁয়া ওলাঁদকে ধন্যবাদ। ওনার জন্যই আমরা জানতে পারলাম যে, উনি নিজে উদ্যোগ নিয়ে দেউলিয়া অনিল অম্বানিকে শত শত কোটি ডলারের ডিল পাইয়ে দেন। ভারতের সঙ্গে বেইমানি করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সেনা জওয়ানদের রক্তের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন তিনি।



প্রসঙ্গত, তত্কালীন ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে আলোচনার পর প্যারিসে ২০১৫-র ১০ এপ্রিল ৩৬টি রাফাল জেট বিমান সংগ্রহের কথা ঘোষণা করেন মোদী। দেশের বিরোধী দলগুলি লাগাতার দাবি করছে, এয়ারোস্পেশ, যুদ্ধবিমান তৈরির বেলায় কোনও পূর্বেকার অভিজ্ঞতা না থাকলেও রিলায়েন্স ডিফেন্সকে সুবিধা পাইয়ে দেবে বলেই সরকারি সংস্থা হ্যালকে সরিয়ে রেখে তাদের বেছে নিয়েছে মোদী সরকার।