বুধবার রাহুল বলেন, রাফাল চুক্তি নিয়ে সংসদে প্রকাশ্যে পরীক্ষা দিতে হবে মোদিকে। তবে প্রধানমন্ত্রী নিজে আসবেন নাকি অন্য কাউকে প্রক্সি দিতে পাঠাবেন, তা নিয়েও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ট্যুইটারে চারটি প্রশ্নও ছুঁড়ে দেন তাঁর উদ্দেশ্যে। বৃহস্পতিবার তিনি ট্যুইট করেন, মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সংসদ ও তাঁর রাফাল পরীক্ষার উত্তরপত্র ফাঁকা রেখে পালিয়ে আজ পঞ্জাবের লাভলি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সামনে ভাষণ দিচ্ছেন!
পঞ্জাবের ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে রাহুলের আবেদন, তাঁর ট্যুইট করা চারটি প্রশ্নের উত্তর যেন মোদির কাছে জানতে চান তাঁরা। রাহুল লেখেন, পরীক্ষার প্রশ্নপত্র আগাম পাঠিয়ে দিলাম। প্রশ্ন এক, কেন বিমানবাহিনীর প্রয়োজন অনুযায়ী ১২৬টি বিমান না কিনে মাত্র ৩৬টি বিমান কেনা হচ্ছে? দুই, কেন ৫৬০ কোটি টাকার বদলে প্রত্যেকটি বিমানের দাম পড়ছে ১৬০০ কোটি টাকা? চার, কেন হ্যালের পরিবর্তে ‘এএ’? তিনি নিজে পরীক্ষায় বসবেন, নাকি কাউকে প্রক্সি দিতে পাঠাবেন?
পরে রাহুল ফের ট্যুইট করেন, তিন নম্বর প্রশ্নটা বাদ গিয়েছিল। রাহুল জানতে চান, কেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর তাঁর বেডরুমে রাফাল ফাইল রেখে দিয়েছেন এবং তাতে কী রয়েছে।