জলগাঁও(মহারাষ্ট্র): ভোটপ্রচারে গিয়ে ৩৭০ অনুচ্ছেদ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ক্ষমতা থাকে তো বিরোধীরা তাদের ইস্তাহারে ৩৭০ অনুচ্ছেদকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করে দেখাক। এদিন মোদি বলেন, আমি বিরোধীদের চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ওরা তাদের ইস্তাহারে জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার কথা ঘোষণা করে দেখাক। আর যদি না করতে পারে, তাহলে কুমিরের কান্না বন্ধ করুক। মোদি মনে করিয়ে দেন, কাশ্মীর স্রেফ একটা জমির টুকরো নয়। এটা ভারতের মুকুট।
এদিন মহারাষ্ট্রের জলগাঁওতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন মোদি। সেখানে তিনি জানান, জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার চাহিদা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েছি। চারদিকে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তির মধ্যেই উপত্যকাকে স্বাভাবিক রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত না হওয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাল্মীকি সম্প্রদায়ের মানুষ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গত ৭০ বছর ধরে বাল্মীকি সম্প্রদায়ের কোনও মানবাধিকার ছিল না। আজ তাঁরা সেই অধিকার প্রাপ্ত করেছে। এই ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য বিরোধী দলগুলিকে একহাত নেন মোদি। বলেন, আজ দুর্ভাগ্যবশত, কয়েকটি রাজনৈতিক দল ও কিছু রাজনীতিবিদ ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে কেন্দ্রের সমালোচনা করে চলেছে। জাতীয় স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের রাজনীতিকরণ করে চলেছে। তিনি বলেন, জম্ম ও কাশ্মীর নিয়ে কংগ্রেস ও এনসিপি-র বক্তব্য শুনলে বোঝা যাবে, গোটা দেশ যা ভাবছে, ওরা ঠিক তার উল্টোটা ভাবছে।
ক্ষমতা থাকলে ৩৭০ অনুচ্ছেদ ফেরত আনার ঘোষণা করুক, বিরোধীদের চ্যালেঞ্জ মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2019 06:34 PM (IST)
মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত না হওয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাল্মীকি সম্প্রদায়ের মানুষ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -