নয়াদিল্লি: একেবারে ধর্ষণ ও হুমকির অভিযোগ উঠল বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন অসমের নগাঁও জেলার বাসিন্দা এক ২৪ বছর বয়সী মহিলা। মহিলার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নগাঁওয়ের ডেপুটি পুলিশ সুপার (সদর) সবিতা দাস বলেন, গত ২ অগাস্ট নগাঁও থানায় গোহেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আমরা মামলা দায়ের করেছি। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা আইন অনুযায়ী এগোচ্ছি। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭ (প্রতারণা), ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (হুমকি) ধারায় মামলা দায়ের হয়েছে। মহিলার জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এ-ও জানিয়েছে, অভিযোগকারিণী মেডিক্যালে দিতে রাজি হননি।
অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আটমাস আগের। মহিলার দাবি, গোহেনের সঙ্গে তাঁর পরিচিতি দীর্ঘদিনের। প্রায়ই, মন্ত্রী তাঁর বাড়িতে যেতেন। মহিলার অভিযোগ, তাঁর স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা যখন ছিলেন না, তখন গোহেন তাঁকে ধর্ষণ করেন।
গোহেনের গ্রেফতারি নিয়ে এখনই মুখ খুলতে চায়নি পুলিশ। তারা জানিয়েছে, আমরা তদন্ত করছি। তদন্ত শেষে যদি প্রয়োজন হয়, তাহলে তাঁকে গ্রেফতার করা যেতে পারে।
রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে ‘ধর্ষণ, হুমকি’-র মামলা দায়ের অসমে
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2018 07:42 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -