বারাণসী: নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে আজ ১,৫০০ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে তিনি উত্তরপ্রদেশ ও বারাণসীর উন্নয়ন এবং করোনা মোকাবিলায় যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার ভয়ঙ্কর রূপ সম্পূর্ণ শক্তিতে হামলা করেছে। কিন্তু কাশী দেখিয়ে দিয়েছে, কীভাবে সেই আক্রমণ রুখতে হয়। যেভাবে উত্তরপ্রদেশ করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে, তা অভূতপূর্ব। এর আগে ইচ্ছাশক্তির অভাবে ছোট সঙ্কটও বড় আকার ধারণ করত। করোনা গত ১০০ বছরে সবচেয়ে বড় মহামারী। কিন্তু করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ উত্তরপ্রদেশ করোনার ধাক্কা সামলে নিয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিকাঠামো গড়ে উঠছে, তা ভবিষ্যতে করোনা মোকাবিলায় কাজে আসবে। উত্তরপ্রদেশে মেডিক্যাল কলেজের সংখ্যা চারগুণ বেড়ে গেছে। রাজ্যজুড়ে সাড়ে ৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছে। কাশীতে পূর্বাঞ্চলের বৃহত্তম মেডিক্যাল হাব তৈরি হচ্ছে।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ যোগীজি নিজে কঠোর পরিশ্রম করছেন। তিনি নিজে যেভাবে বারবার আসছেন, প্রতিটি উন্নয়নমূলক কাজের তদারকি করছেন এবং দ্রুততার সঙ্গে কাজ পরিচালনা করছেন, সেটা কাশীর মানুষ দেখতে পাচ্ছেন। তিনি এভাবেই গোটা রাজ্যের জন্য কাজ করেন। রাজ্যের প্রতিটি জেলায় যান। তিনি দ্রুত আধুনিক উত্তরপ্রদেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছেন। আজ উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাফিয়ারাজ ও সন্ত্রাসবাদ দমন করা হয়েছে। যে অপরাধীরা মহিলাদের দিকে নজর দেয়, তারা জানে, আইনের হাত থেকে বাঁচতে পারবে না।’
আজ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের শুরুতে ভোজপুরীতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে ভাষণ শুরু করেন। তিনি বলেন, ‘অনেকদিন পরে বারাণসীর মানুষের সঙ্গে দেখা হচ্ছে। অনেকদিন পরে আমার লোকসভা কেন্দ্রে এলাম।’ গত কয়েক বছরে বারাণসীতে অনেক উন্নতি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।