নয়াদিল্লি: সিআইএসএফ-এর ৫০-তম রেইজিং ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জঙ্গিদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা অনন্তকাল ধরে (জঙ্গি হামলা) সহ্য করতে পারি না।’
সিআইএসএফ জওয়ানদের বীরত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের প্রতিবেশী দেশ শত্রুতা করে। ওরা যুদ্ধ করতে না পেরে আমাদের দেশের ভিতরে হামলার চক্রান্ত করে। আমাদের প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদীরা নিরাপদে থাকতে পারে। সন্ত্রাসবাদের বিভিন্ন ধরন দেখা যাচ্ছে। তাই দেশ রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। কোনও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া সহজ, কিন্তু যে প্রতিষ্ঠানে রোজ ৩০ লক্ষ লোক যান, সেখানকার নিরাপত্তার ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। ভিআইপি সংস্কৃতিও অনেক সময় নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। সেই কারণে মাঝেমধ্যে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়।’
আমরা অনন্তকাল ধরে জঙ্গি হামলা সহ্য করব না, সিআইএসএফ-এর ৫০-তম রেইজিং ডে-তে মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2019 02:38 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -