নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।


এর আগে অটলবিহারী বাজপেয়ীকে ট্যুইটারেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদি। প্রায় দুমিনিটের ভিডিও ট্যুইটটি প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্তকে দেখানো হয়েছে। তিনি বলেন, পরম শ্রদ্ধেয় অটলজির পুণ্য তিথিতে তাঁকে শ্রদ্ধা জানাই। দেশের প্রগতিতে তাঁর অবদান ও প্রয়াস চিরস্মরণীয় হয়ে থাকবে প্রত্যেক ভারতবাসীর মনে।


ওই ভিডিও মন্তাজে অটলবিহারী বাজপেয়ীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে। ভিডিওতে ভয়েসওভার দিয়েছেন মোদি। সেখানে তিনি বলেছেন, তাঁর নেতৃত্বে দেশে পরমাণু শক্তি হিসেবে উঠে এসেছিল। সাংসদ, প্রধানমন্ত্রী হিসেবে অলটজি বহু ভূমিকা পালন করেছেন। অটলজির জীবন সম্পর্কে অনেক মহৎ কথাই বলা যেতে পারে। কোনওটিই একে অপরের তুলনায় কম নয়। ভবিষ্যতে কোনও বিশেষজ্ঞ যদি তাঁর ভাষণ বিশ্লেষণ করেন, তিনি দেখতে পাবেন, তাঁর বক্তব্যের চেয়েও তাঁর চুপ করে থাকাটা অনেক বেশি শক্তিশালী ছিল। সংসদেও তিনি মৃদুভাষী ছিলেন। মানুষ তাঁর নিঃস্তব্ধতা থেকে বার্তা পেয়ে যেতেন। মন্তাজের শেষদিকে দেখা গিয়েছে, অটলবিহারী বাজপেয়ীর থেকে আশীর্বাদ চাইছেন মোদি।<





মোদির পাশাপাশি, অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। অমিত শাহ লেখেন, ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ীজি দেশাত্মবোধ ও ভারতীয় সংস্কৃতির কণ্ঠ ছিলেন। তিনি একজন নিবেদিত রাজনীতিবিদ ছিলেন। একইসঙ্গে দক্ষ প্রশাসক যিনি বিজেপির গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি লক্ষ লক্ষ মানুষকে দেশসেবায় অনুপ্রাণিত করেছিলেন।