২৩ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভের নাম ঘোষণা হওয়ার কথা। ভোটাভুটির সম্ভাবনা কার্যত নেই। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সকে এড়িয়ে গতকাল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন বিসিসিআই-এর সব সদস্য। সেখানেই আগামী সভাপতি হিসেবে নিজের নিজের প্রতিনিধির নাম তোলেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসনের লবি। প্রথম থেকে ঠিক ছিল সৌরভই প্রেসিডেন্ট হবেন, আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হবেন কর্নাটকের ব্রিজেশ প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ হবেন সচিব, হিমাচল প্রদেশের অরুণ সিংহ ঠাকুর হতে পারেন কোষাধ্যক্ষ।
কিন্তু এর মধ্যে ওয়াকিবহাল মহলকে খানিকটা চমকে দিয়ে বিসিসিআই-এর আগামী সভাপতি পদে ভেসে ওঠে ব্রিজেশ প্যাটেলের নাম। শোনা যায়, এন শ্রীনিবাসন অমিত শাহের সঙ্গে দেখা করে ব্রিজেশের ব্যাপারে তাঁকে রাজি করিয়ে ফেলেছেন। এরপর খবর আসে, অমিতের সঙ্গে দেখা করেছেন সৌরভও, তাঁর সঙ্গে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের সমর্থন রয়েছে। এরপরই ম্যাচ ঢলে পড়ে সৌরভের দিকে। ঠিক হয়, তিনিই হতে চলেছেন বোর্ডের আগামী সভাপতি।
সভাপতি হিসেবে এই দফায় ১০ মাস পাচ্ছেন সৌরভ। কিন্তু যেহেতু সিএবি চালানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে, অধিনায়ক হিসেবেও ভারতীয় দলের সব থেকে কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, তাই বোর্ডের আশা, এবারেও একইভাবে ভারতীয় ক্রিকেট দলকে নয়া দিশা দেখাবেন তিনি।