নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর চিনের ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চিনের মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়াইবো ছাড়লেন। তিনি কয়েক বছর আগে এই ওয়েবসাইটে যোগ দেন। আজ তাঁর যাবতীয় পোস্ট, কমেন্ট ও ডিপি মুছে দেওয়া হয়েছে।
ট্যুইটারের মতোই ওয়েবসাইট হল ওয়াইবো। এই ওয়েবসাইটে ভিআইপি অ্যাকাউন্ট বাতিল করার প্রক্রিয়া জটিল। এ বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে অনেক দেরি করে চিন।
ওয়াইবোতে মোদি ১১৫টি পোস্ট করেছিলেন। তাঁর এই পোস্টগুলি এক এক করে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক কসরতের পর ১১৩টি পোস্ট মুছে ফেলা সম্ভব হয়। তবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির দু’টি ছবি মুছে ফেলা সম্ভব হয়নি। ওয়াইবো থেকে চিনা প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্ট মুছে ফেলা কঠিন। সেই কারণেই মোদি ওই দু’টি পোস্ট রয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে মোদির ফলোয়ার সংখ্যা ছিল ২,৪৪,০০০। পোস্টগুলি মুছে ফেলার সময়ও ফলোয়ার সংখ্যা একই ছিল।
সোমবার টিকটক, ইউসি ব্রাউজার সহ চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার কথা জানায় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এই অ্যাপগুলি ভারতের সুরক্ষা, নিরাপত্তা, প্রতিরক্ষা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক বলে জানান তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এরপরেই প্রধানমন্ত্রীর চিনা ওয়েবসাইট ছাড়া তাৎপর্যপূর্ণ।
লাদাখে সংঘর্ষের জের? চিনা সাইট ছাড়লেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 06:58 PM (IST)
ট্যুইটারের মতোই ওয়েবসাইট হল ওয়াইবো। এই ওয়েবসাইটে ভিআইপি অ্যাকাউন্ট বাতিল করার প্রক্রিয়া জটিল। এ বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে অনেক দেরি করে চিন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -