নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারই প্রথম এই পুরস্কার দেওয়া হল। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোটলার অসুস্থ থাকায় মোদিকে পুরস্কার দিতে আসতে পারেননি। তিনি এই দায়িত্ব দেন জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জগদীশ শেঠকে।



প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশকে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে ভারত এখন উদ্ভাবন ও লাভজনক উৎপাদনের কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। তথ্য-প্রযুক্তি, হিসাবরক্ষা ও আর্থিক বিষয়েও বিশ্বের অন্যতম উন্নত দেশ হয়ে উঠেছে ভারত। মোদির ভাবনায় সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধারের ব্যবহারের ফলে ভারতে ডিজিটাল বিপ্লব এসেছে। মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত প্রকল্পেরও সুবিধা মিলছে। এরই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হল।’