সোশ্যাল মিডিয়ায় মোদি বেশ সক্রিয়। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৬ কোটি। এক্ষেত্রে অবশ্য ট্রাম্প কিছুটা এগিয়ে। ট্যুইটারে জনপ্রিয়তার নিরিখে সবার আগে ওবামা। গত বছর একটি আন্তর্জাতিক সমীক্ষায় জানা গিয়েছিল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে তিন নম্বরে মোদি। তিনি পিছনে ফেলে দেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুকে। এই সমীক্ষা অনুযায়ী, মোদির চেয়ে এগিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর।