নয়াদিল্লি: বৃহস্পতিবার অভিনব এক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন তিনি। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ও মনমোহন সিংহ। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। সেই রেকর্ড ভাঙলেন মোদি।

২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তাঁর মেয়ে ইন্দিরা গাঁধী দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংহও দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১০ বছর।



অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীকালে জনতা দলের বিশ্বনাথপ্রতাপ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৮৯ সালের ২ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত। এইচ ডি দেবেগৌড়ার ক্ষমতায় থাকার মেয়াদ ছিল ১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত।

অ-কংগ্রেসিদের মধ্যে মোদির আগে অটলবিহারী বাজপেয়ী সবথেকে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন। উনি লাগাতার ২ হাজার ২৫৬ দিন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯ মার্চ ১৯৯৮ এ অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ২২ মার্চ ২০০৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অটলবিহারী বাজপেয়ীর প্রথম কার্যকাল ১৯ মার্চ ১৯৯৮ থেকে ১৩ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত চলে। আর ওনার দ্বিতীয় কার্যকাল ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত চলে। মোদি এখনও পর্যন্ত ২ হাজার ২৬০ দিন ধরে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন।