রাষ্ট্রপতি ট্যুইটে লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে ভারত ও সারা বিশ্বের মহিলাদের শুভেচ্ছা জানাই। আজকের দিনটি উন্নত সমাজ, দেশ ও বিশ্ব গড়ার ক্ষেত্রে মহিলাদের অক্লান্ত পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপনের মুহূর্ত। মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ফের আমাদের শপথ নিতে হবে। মহিলারা যাতে আশা ও উচ্চাকাঙ্খা পূরণ করার পথে এগিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমাদের নারীশক্তিকে কুর্ণিশ জানাই। আমার কয়েকদিন আগের ঘোষণা অনুযায়ী, সাতজন মহিলা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের জীবনের ঘটনা সবার সঙ্গে ভাগ করে নেবেন। তাঁরা হয়তো আপনাদের সঙ্গে কথাও বলবেন। সারা দেশে মহিলারা দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছেন। এই মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। তাঁদের লড়াই ও উচ্চাকাঙ্খা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তাঁদের এই সাফল্য উদযাপন করতে হবে এবং তাঁদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।’
মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘মহিলারা আমাদের সমাজের স্তম্ভ। তাঁরা আমাদের গর্ব। আন্তর্জাতিক নারী দিবসে সারা বিশ্বের মা-বোনেদের অভিনন্দন জানাই। কন্যাশ্রী থেকে রূপশ্রী, আমাদের সরকার মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নের বিষয়ে দায়বদ্ধ। আমাদের সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে ক্ষমতাশালী করে তোলার কাজ চালাচ্ছে। মহিলাদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করে তাঁদের নামে স্বাস্থ্যসাথী বিমার কার্ড দেওয়া হচ্ছে।’