দেশ নিরাপদ হাতেই আছে, দেশের ঊর্ধ্বে আর কিছুই নয়, পাকিস্তানে বায়ুসেনার জঙ্গি ঘাঁটি ধ্বংস নিয়ে প্রথম প্রতিক্রিয়া মোদির
Web Desk, ABP Ananda | 26 Feb 2019 02:54 PM (IST)
নয়াদিল্লি: দেশ নিরাপদ হাতেই আছে এবং তিনি কখনই দেশের সম্মান নষ্ট হতে দেবেন না। ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে সেদেশের ভিতরে ঢুকে জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর কন্ট্রোল রুম সহ তাদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসার পর প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, আজ ভারতের বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর দিন। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, দেশ নিরাপদ হাতেই আছে। আমি দেশের মাথা নত হতে দেব না, শপথ নিচ্ছি। দেশের ঊর্ধ্বে আর কিছুই নয়। রাজস্থানের চুরুতে জনসভায় এ কথা বলেন তিনি। সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও ভারতীয় বায়ুসেনার অভিযানকে বাহবা দিচ্ছে। প্রধানমন্ত্রী রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, কেন্দ্র কৃষকদের যেসব সুবিধা বরাদ্দ করেছে, তা বন্ধ করে দিতে চায় ওরা। কৃষকদের জন্য কেন্দ্রের চালু করা স্কিম রূপায়ণে কৃষকদের নামের তালিকাও রাজ্য সরকার পাঠায়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, গরিব ও কৃষকদের মঙ্গল, কল্যাণই আমাদের সরকারের অগ্রাধিকার, কিন্তু এটাই দুঃখজনক যে, তাদের জন্য বরাদ্দ প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে।