পুণে: ইউট্রাস বা জরায়ু প্রতিস্থাপন করিয়ে কন্যাসন্তান প্রসব। পুণের এক বেসরকারি হাসপাতালে ২৮ বছরের এক মহিলা এভাবেই মা হলেন। মীনাক্ষী ওয়ালান নামে ভদোদরার বাসিন্দা ওই মহিলার এর আগে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর জরায়ু অকেজো হয়ে গিয়েছিল। মীনাক্ষীকে নিজের জরায়ু ডোনেট করেন তাঁর মা। মায়ের জরায়ু মেয়ের শরীরে বসানো হয় গত বছর মে মাসে।



ডাক্তারদের যে দলটি জরায়ু প্রতিস্থাপন করিয়ে মীনাক্ষীর বাচ্চা হওয়াতে সাহায্য করে, তার সদস্য ডাঃ নীতা ওয়ার্তির দাবি, শুধু ভারতে নয়, গোটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের অপারেশন এই প্রথম। তিনি বলেন, এ জাতীয় প্রতিস্থাপন করিয়ে সন্তান প্রসব এ পর্যন্ত সুইডেনে ৯টি, আমেরিকায় দুটি হয়েছে। ১২ নম্বরটি হল ভারতে।
জরায়ু প্রতিস্থাপনের পর ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে সিজার করিয়ে সন্তান প্রসব করানো হয় বলে জানান তিনি।