নয়াদিল্লি: কর্মসংস্থানের উপায় এবং আর্থিক বৃদ্ধির জন্য নীতি তৈরির বিষয়ে শনিবার অর্থনীতিবিদ, শিল্পপতি ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের আয়োজন করছে নীতি আয়োগ। একাধিক মন্ত্রী এবং নীতি আয়োগের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।


কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার গত পাঁচ বছরে সবচেয়ে কমে হয়েছে ৫.৮ শতাংশ। কৃষি ও উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি কমার ফলেই এই হাল হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ। জিডিপি বৃদ্ধির হারও গত পাঁচ বছরে সবচেয়ে কম। এই পরিস্থিতিতে আগামী ৫ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার আগে শিল্পপতি ও অর্থনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।