মুম্বই: লোকসানে চলা পঞ্জাব ও মহারাষ্ট্র ব্যাঙ্ক বা পিএমসি ব্যাঙ্কে ৯০ লাখের বেশি টাকা রেখেছিলেন। উদ্বেগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৫১ বছরের এক ব্যক্তি। গতকাল সকালে মুম্বইয়ে এ নিয়ে এক প্রতিবাদ মিছিলেও অংশ নেন তিনি। বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় মৃত্যু হয়।

মৃতের নাম সঞ্জয় গুলাটি। জেট এয়ারওয়েজে চাকরি করতেন, কোম্পানি ডুবে যাওয়ার ফলে কর্মহীন হন। তাঁর দুই সন্তানের একজন শারীরিকভাবে অক্ষম, তার নিয়মিত চিকিৎসা হয়। তাঁর ৮০ বছরের বাবা জানিয়েছেন, ডুবতে বসা পিএমসি ব্যাঙ্কে তাঁদের পরিবারের ৯০ লাখের বেশি টাকা ছিল। বাবার সঙ্গে সঞ্জয় সোমবার মুম্বইয়ের এক আদালতের বাইরে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি।


৪,৩৫৫ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে গত মাস থেকে পিএমসি ব্যাঙ্কের ওপর কড়াকড়ি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রথমে ঠিক হয়, গ্রাহকরা ১০০০-এর বেশি টাকা তুলতে পারবেন না, তারপর ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১০,০০০ ও ২৫,০০০ করা হয়। এখন গ্রাহকরা তুলতে পারছেন ৪০,০০০ টাকা। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, এর ফলে ৭৭ শতাংশ গ্রাহক তাঁদের রাখা পুরো টাকা তুলে নিতে পারবেন। কিন্তু এখনও সব মিলিয়ে এই ব্যাঙ্কে রয়েছে গ্রাহকদের ১১,০০০ কোটি টাকা। উদ্বিগ্ন গ্রাহকরা শহরজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখাও করেছেন তাঁরা। এরপরই টাকা তোলার সীমা বাড়িয়ে ৪০,০০০ করা হয়েছে।