নয়াদিল্লি: পিএমসি ব্যাঙ্কের সঙ্কট ক্রমশঃ বাড়ছে। ইতিমধ্যেই এই ব্যাঙ্কের তিন গ্রাহকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন আত্মহত্যা করেছেন। বাকি দু’জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে দেখা করলেন পিএমসি ব্যাঙ্কের প্রশাসক জে বি ভোরিয়া। বৈঠকের পর এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘গ্রাহক সহ সবপক্ষের স্বার্থরক্ষা করবে ব্যাঙ্ক। এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। আসল ছবিটা তুলে ধরার জন্য ব্যালেন্স শিট নতুন করে তৈরি করা হচ্ছে।’
সূত্রের খবর, ভোরিয়ার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বৈঠকে ছিলেন ডেপুটি গভর্নর সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকে পিএমসি ব্যাঙ্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। ব্যাঙ্কের দেওয়া ঋণের পরিমাণ এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক অডিট করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রাহকদের টাকা তোলার সীমা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে।
পিএমসি ব্যাঙ্ক সঙ্কট: ৩ জনের মৃত্যু, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ প্রশাসকের, গ্রাহকদের স্বার্থ রক্ষার আশ্বাস
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2019 07:04 PM (IST)
সূত্রের খবর, ভোরিয়ার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বৈঠকে ছিলেন ডেপুটি গভর্নর সহ অন্যান্য আধিকারিকরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -