হরিয়ানার মেয়েটির ওপর চরম অত্যাচারের পর ৬ দিন কেটে গেলেও মূল অভিযুক্ত অধরাই রয়ে গিয়েছে। রেওয়ারির বাসিন্দা মেয়েটিকে গত বুধবার কোচিং ক্লাসে যাওয়ার পথে মহেন্দ্রগড় জেলার কানিনায় বাসস্টপ থেকে অপহরণ করা হয়। তাকে একটি ধানক্ষেত সংলগ্ন টিউবওয়েলের পাশে ঘরে আটকে রেখে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে গণধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী, আপনার নীরবতা মেনে নেওয়া যায় না, হরিয়ানার ১৯ বছরের মেয়ের গণধর্ষণে ট্যুইট রাহুলের, তোপ কেন্দ্রকে
Web Desk, ABP Ananda | 18 Sep 2018 04:48 PM (IST)
নয়াদিল্লি: হরিয়ানার ১৯ বছরের মেয়ের গণধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে তোপ রাহুল গাঁধীর। ট্যুইট করে কংগ্রেস সভাপতির মন্তব্য, প্রধানমন্ত্রী এ ঘটনায় যেভাবে নীরব হয়ে রয়েছেন, তা মেনে নেওয়া যায় না। রাহুল লিখেছেন, ভারতের আরও এক কন্যার নৃশংস গণধর্ষণ হল। লজ্জায় দেশের মাথা নীচু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী, আপনার নীরবতা মানতে পারছি না। যে সরকার ভারতের মেয়েদের নিরাপত্তাহীনতায় ফেলে রেখেছে, ধর্ষণকারীদের বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দিচ্ছে, তাকে ধিক!