নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত নীরব মোদীর ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে হংকংয়ে। আজ এমনই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অর্থপাচার রোধ সংক্রান্ত আইনে নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি দুবাইয়ের একটি সংস্থার মাধ্যমে হংকংয়ের সংস্থায় পাঠানো হয়। দু’জায়গাতেই সংস্থাগুলির কর্ণধার নীরব। মোট ২৫৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতের নির্দেশ হংকংয়ে পাঠানো হবে।’


পিএনবি জালিয়াতি প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক নীরব। তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা যায় ব্রিটেনে। সেখান থেকে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছে ভারত। এই হীরে ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ইন্টারপোল। ইডি-র পক্ষ থেকে চার্জশিটও দায়ের করা হয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই এবার নীরবের হংকংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।