পুলিশ সুপার ভুবন ভূষণ জানিয়েছেন, ‘নিহত হেড কনস্টেবলের নাম আবদুল গনি (৪৮)। তিনি ভীম থানায় কর্তব্যরত ছিলেন। তিনি একটি জমি সংক্রান্ত বিবাদের ঘটনার তদন্তে হামেলা কি বের গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে চড়ে ফেরার সময় তাঁকে আক্রমণ করে চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় আবদুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার ময়নাতদন্ত হবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ রাজস্থানে হেড কনস্টেবলকে পিটিয়ে খুন
Web Desk, ABP Ananda | 14 Jul 2019 12:26 AM (IST)
নিহত হেড কনস্টেবলের নাম আবদুল গনি (৪৮)। তিনি ভীম থানায় কর্তব্যরত ছিলেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
জয়পুর: রাজস্থানের রাজসমন্দ জেলায় পুলিশের হেড কনস্টেবলকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।