ইমরান সরকারের এই নয়া চালের তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ করা তথাকথিত ‘রাজনৈতিক মানচিত্র’ দেখেছি। ভারতের গুজরাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ বলে দাবি করা রাজনৈতিকভাবে হাস্যকর। এই ধরনের হাস্যকর দাবির কোনও আইনগত বৈধতাও নেই, আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতাও নেই। পাকিস্তানের নতুন অপচেষ্টা শুধু ওদের সীমান্ত-সন্ত্রাসে মদত দেওয়া এবং সীমানা বাড়ানোর প্রতি আকর্ষণেরই প্রমাণ দিচ্ছে।’