নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত হলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালেই আছেন অমিত শাহ। সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। ২৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনরা উপস্থিত থাকলেও, ছিলেন না ধর্মেন্দ্র।

এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত, উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণও করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী পি থঙ্গমণি, পঞ্জাবের গ্রামোন্নয়ন মন্ত্রী ত্রিপট সিংহ বাজবা এবং মহারাষ্ট্রের কয়েকজন মন্ত্রী করোনা আক্রান্ত হন। চিকিৎসার পর তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন।