পেটের সমস্যা, হাসপাতালে সাধ্বী প্রজ্ঞা
Web Desk, ABP Ananda | 06 Jun 2019 01:29 PM (IST)
মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞাকে চলতি সপ্তাহেই মুম্বইয়ের আদালতে হাজিরা দিতে হবে।
ভোপাল: পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। গতকাল রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে সাময়িকভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে একটি অনুষ্ঠানের পরেই তিনি ফের হাসপাতালে ফিরে যাবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সহযোগী উপমা। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞাকে চলতি সপ্তাহেই মুম্বইয়ের আদালতে হাজিরা দিতে হবে। সংসদে কিছু কাজকর্ম থাকায় আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। কিন্তু সোমবার বিশেষ এনআইএ আদালতের বিচারপতি ভি এস পদলকর প্রজ্ঞার আর্জি খারিজ করে দেন। ফলে আদালতে হাজিরা দিতেই হবে প্রজ্ঞাকে। তাঁর হাতে আর একটি দিন রয়েছে। উপমা জানিয়েছেন, ‘প্রজ্ঞার শরীর ভাল নেই। গতকাল রাতে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তাঁর পেটে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। একটি অনুষ্ঠানে যেতে হবে আজ সকালে তিনি হাসপাতাল থেকে ছুটি নেন। তবে ওই অনুষ্ঠান শেষ হলেই তিনি হাসপাতালে ফিরে যাবেন।’