লখনউ: আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়েই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি জোটের ঘোষণা করলেও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাচ্ছে না কংগ্রেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘বসপা ও সপা নেতাদের সাংবাদিক বৈঠকের কথা শুনেছি। রবিবার লখনউয়ে অবস্থান জানাবে দল।’ সপা ও বসপা-র জোটের ফলে কংগ্রেসের কোনও সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করতে চাননি আজাদ।


এই প্রবীণ কংগ্রেস নেতা আরও বলেছেন, ‘আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেলাস্তরের নেতাদের সঙ্গে আলোচনা করছি। গত দু’দিনে পশ্চিম উত্তরপ্রদেশের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা করেছি আমরা। রবিবার থেকে মধ্য ও পশ্চিম উত্তরপ্রদেশের কর্মীদের সঙ্গে বৈঠক শুরু হবে। আজ সপা-বসপা জোটের বিষয়ে কেউ কোনও মন্তব্য করবেন না। যদি কেউ মন্তব্য করেন, সেটা সরকারিভাবে দলের মন্তব্য হবে না।’

উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থী জানিয়েছেন, ‘দলের কৌশল ঠিক করার জন্য রবিবার বৈঠকে মিলিত হবেন গুলাম নবি আজাদ, উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর সহ প্রবীণ নেতারা। উত্তরপ্রদেশ থেকে জাতীয় কমিটিতে জায়গা পাওয়া সব নেতা এবং এআইসিসি সচিবরাও এই বৈঠকে থাকবেন।’

কংগ্রেস নেতা রাজীব বক্সি গতকাল দাবি করেছিলেন, তাঁরা উত্তরপ্রদেশে একা লড়াই করতে তৈরি। তবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ মনে করেন, বিজেপি-কে হারাতে সারা দেশে জোট দরকার। কংগ্রেস সূত্রে খবর, সপা-বসপা জোট হওয়ায় বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ধাক্কা খেল বলে মনে করছেন অনেকে। যদিও, একাংশ আবার এতে আশার আলো দেখছেন। তাঁদের মতে, উত্তরপ্রদেশে কংগ্রেস একা লড়াই করে বেশি আসন পেতে পারে। এর ফলে দল শক্তিশালী হবে।