Live Updates: নতুন পরোয়ানা জারি, নির্ভয়া ধর্ষণকারীদের ফাঁসি ১ ফেব্রুয়ারি সকাল ৬টায়, মুকেশের প্রাণভিক্ষার পিটিশন খারিজ করলেন রাষ্ট্রপতি, ফাঁসি কার্যকরে 'দেরি', রাজনৈতিক দলগুলিকে নিশানা নির্ভয়ার মায়ের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jan 2020 05:17 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: মুকেশ সিংহের প্রাণভিক্ষার পিটিশন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর অন্যতম, মুকেশের ফাঁসিকাঠ থেকে রেহাই পাওয়ার আর কোনও রাস্তা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্ভয়ার ধর্ষণকারীর প্রাণভিক্ষার আর্জি...More

রাষ্ট্রপতি কোবিন্দ ২০১২-র দিল্লি গণধর্ষণ ও হত্যা মামলার চার দোষীর অন্যতম মুকেশ সিংহের প্রাণভিক্ষার আর্জি নাকচ করে দেওয়ার পরই দিল্লির আদালত নতুন মৃত্যু পরোয়ানা জারি করে। এদিকে সরকারি আইনজীবী আদালতকে জানান, রাষ্ট্রপতি যে তার প্রাণভিক্ষার পিটিশনটি খারিজ করেছেন, তা মুকেশকে বলে দেওয়া হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মুকেশের পিটিশনটি খারিজের সুপারিশ করে সেটি কোবিন্দকে পাঠায়।