নয়াদিল্লি:  আর্থিক বৃদ্ধির হারের শ্লথগতি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী। তিনি বলেছেন, অর্থনীতির এই বেহাল অবস্থার দায় সরকার এড়িয়ে যেতে পারে না। কারণ, মানুষ সব দেখছেন।


বাজারে চাহিদা হ্রাস সংক্রান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও একটি কোম্পানির কারখানা কয়েকদিনের জন্য বন্ধ রাখা সংক্রান্ত খবর উল্লেখ করে প্রিয়ঙ্কা ট্যুইটারে লিখেছেন, অন্যান্য সব বিষয়ে কথা বলে বিজেপি সরকারের অর্থনীতির শ্লথগতি সম্পর্কে দায় এড়িয়ে যাওয়া কঠিন। কারণ, মানুষ তাদের দেখছেন।

প্রিয়ঙ্কা বলেছেন, আর্থিক ক্ষেত্রে শ্লথগতি আরও একটি কোম্পানির ওপর প্রভাব ফেলল। আরও অনেকে কাজ হারাবেন।

অর্থনীতির ঝিমুনি নিয়ে কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়ালকে তাঁদের মন্তব্যের জন্য  খোঁচা দিয়েছিলেন প্রিয়ঙ্কা। তিনি বলেছিলেন, সঠিক ক্যাচ নিতে শেষপর্যন্ত বলের দিকে চোখ রাখা ও স্পোর্টসম্যান স্পিরিট মেনে খেলা প্রয়োজন। তা না হলেই কেউ অপ্রয়োজনীভাবে অভিকর্ষ, গণিত, ওলা-উবের ও অন্যান্য বিষয়কে দায়ী করতে পারেন।

উল্লেখ্য, গয়াল বলেছিলেন যে, টেলিভিশনে যে সব হিসেব-নিকেশ দেখে মাথা ঘামাবেন না.. ৫ ট্রিলিয়ন অর্থনীতি হতে চাইলে ভারতের আর্থিক বৃদ্ধির হার ১২ শতাংশ হওয়া উচিত। এখন বৃদ্ধির হার ৬-৭ শতাংশ। এসব অঙ্কে ঢুকবেন না। এভাবে অঙ্ক কষে আইনস্টাইন অভিকর্ষ আবিষ্কার  করেননি।

পাশাপাশি সীতারামন গাড়ি শিল্পে চাহিদার অভাবের জন্য নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের গাড়ি কেনার চেয়ে ওলা-উবের ব্যবহারের মানসিকতাকে দায়ী করেছিলেন।