নয়াদিল্লি: ১ আগস্টের মধ্যে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে দিল্লির সরকারি বাংলো ছেড়ে দিতে নির্দেশ জারি হল। বাংলো না ছাড়লে তাঁকে জরিমানা দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁকে নামে বাংলো বরাদ্দ হয়েছিল। আজ থেকে সেটি বাতিল ধরা হবে। এক চিঠিতে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের নোটিসে প্রিয়ঙ্কাকে দিল্লির সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলির অন্যতম লোধি রোডের বাংলো ছাড়তে বলা হয়েছে কেননা তিনি আর স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা পাওয়ার অধিকারী নন।
নোটিসে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এসপিজি সুরক্ষা প্রত্যাহার করে জেড প্লাস সিকিউরিটি বরাদ্দ করেছে। তাতে নিরাপত্তার কারণেই সরকারি আবাসন বরাদ্দ করা বা ধরে রাখার সংস্থান নেই। তাই নয়াদিল্লির ৩৫ লোধি এস্টেটের টাইপ ৬বি-র যে ৩৫ নম্বর আবাসন আপনার জন্য বরাদ্দ হয়েছিল, তা ১ জুলাই থেকে বাতিল করা হল। ১ আগস্টের পরও তিনি সেখানে থাকলে জরিমানা দিতে হবে বলেও প্রিয়ঙ্কাকে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রিয়ঙ্কা, তাঁর মা তথা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী ও ভাই কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর এলটি এসপিজি নিরাপত্তা বলয় গত বছরের নভেম্বর তুলে নেওয়া হয়। এর তীব্র নিন্দায় মুখর হয় কংগ্রেস ।