নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ইন্ডিয়া গেট ও কনট প্লেসে প্রতিবাদের জেরে দিল্লিতে প্রবল যানজট। বিভিন্ন রাস্তা ও উড়ালপুলে গাড়ির লম্বা লাইন। বিক্ষোভ সামাল দেওয়ার লক্ষ্যে পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। বছরের প্রথম দিনই সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে তীব্র সমস্যায় পড়েছেন। যদিও পরে মেট্রো স্টেশনগুলির গেট খুলে দেওয়া হয়েছে। কিন্তু তাতে যানজট কমেনি।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, ‘সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদ্যোগ ভবন, প্রগতি ময়দান, খান মার্কেট ও মান্ডি হাউস স্টেশনে ঢোকা ও বেরনোর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও মান্ডি হাউস স্টেশনের মধ্যে কেউ থেকে থাকলে অন্যদিকে যাওয়ার ট্রেন ধরতে পারবেন।’

রাস্তায় যানজটে আটকে থাকা ব্যক্তিরা ট্যুইট করে দিল্লি পুলিশের সাহায্য চান। পুলিশ সাহায্যও করে। এক ব্যক্তি ট্যুইট করে জানান, বড়াখাম্বা রোডে যানজটে আটকে আছে অ্যাম্বুল্যান্স। এরপরেই ওই অঞ্চলের কাছাকাছি থাকা ট্র্যাফিক সার্জেন্টরা ব্যবস্থা নেন। তবে যানজটে আটকে থাকা ব্যক্তিদের মধ্যে অনেকেই ক্ষুব্ধ। তাঁরা ট্যুইট করে ক্ষোভপ্রকাশ করেন।