নয়াদিল্লি: কাল, সোমবার ভোর ৫টা বেজে ৫৯ মিনিটে বছরের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ (Satellite Launch) করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা (ইসরো) (Indian Space Research Organisation)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টারের (Satish Dhawan Space Centre) লঞ্চপ্যাড থেকে পোলার স্যাটেলাইটল লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি ৫২-র (PSLV-C52) মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪ উৎক্ষেপণ করা হবে। পিএসএলভি-সি ৫২/ইওএস-০৪ অভিযানের অঙ্গ হিসেবে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে।
ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ বোর্ডের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পরেই আজ ভোর চারটে বেজে ২৯ মিনিট থেকে থেকে ২৫ ঘণ্টা ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হয়েছে। পিএসএলভি-সি ৫২-র মাধ্যমে যে কৃত্রিম উপগ্রহ ইওএস-০৪ উৎক্ষেপণ করা হবে, সেটির ওজন ১,৭১০ কেজি। এর সঙ্গে দু’টি ছোট কৃত্রিম উপগ্রহও থাকবে। তার মধ্যে একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনলজি ও কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সহায়তায়। এটিকে বলা হচ্ছে ‘স্টুডেন্ট স্যাটেলাইট’। অপর কৃত্রিম উপগ্রহটি হল ‘আইএনএস-২ টিডি’। এটি ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহগুলির ওজন যথাক্রমে ১৭.৫ কিলো ও ৮.১ কিলো।
ইওএস-০৪ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত খবর ও উন্নত ছবি পাওয়া যাবে। এর ফলে কৃষি, বনসৃজন ও উদ্ভিদ পালন, মাটির আর্দ্রতা ও জলানুসন্ধান বিজ্ঞান এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলি সম্পর্কে খবর পাওয়া যাবে। দু’টি ছোট কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আয়নোস্ফিয়ার গতিবিদ্যা ও সূর্যের উত্তাপ প্রক্রিয়া বিষয়ক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে ইসরো।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ইওএস-০৪ পৃথিবীকে আবর্তনের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ‘আইএনএস-২ টিডি-তে থার্মাল ইমেজিং ক্য়ামেরা রয়েছে। এর ফলে জমির তাপমাত্রা, জলাশয় ও হ্রদগুলির তলদেশে থাকা মাটির তাপমাত্রা, চাষবাস ও জঙ্গল সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দিনের মতোই রাতেও ছবি তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ।