নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া নিয়ে পাকিস্তানের দাবি নাকচ করল ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানের দাবি, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার প্রস্তাব থেকে তাকে পুলওয়ামা সন্ত্রাসে জড়িত করার প্রয়াস সহ যাবতীয় রাজনৈতিক প্রসঙ্গ বাদ দেওয়ার পরই রাষ্ট্রপুঞ্জ এ ব্যাপারে সম্মতি দিয়েছে। কিন্তু ভারতের বক্তব্য, তাকে ওই তকমা দেওয়ার সময় পুলওয়াম সন্ত্রাসকেও বিবেচনায় রাখা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট কোনও একটি ঘটনার ভিত্তিতে এই তকমা দেওয়া হয়নি, মাসুদের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের যোগসূত্রের প্রমাণ দিয়ে রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটিকে আমরা যেসব তথ্য দিয়েছি, তার ভিত্তিতেই দেওয়া হল। এই তকমার আওতায় সব ধরনের সন্ত্রাসবাদী কাজই পড়ে।
রভিশ কুমার বলেন, রাষ্ট্রপুঞ্জের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, মাসুদকে জইশের যাবতীয় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা, আর্থিক মদত, তা সম্পাদনা, বাস্তবায়নে তার ভূমিকার জন্য তালিকায় ফেলা হল।
মাসুদকে নিষিদ্ধ তকমা দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, পাকিস্তান এই কূটনৈতিক ধাক্কা থেকে নজর ঘোরাতে নানা যুক্তি খাড়া করছে।
কিন্তু ভারত কি মাসুদকে তালিকাভুক্ত করার ব্যাপারে চিনকে কোনও ছাড়ের প্রস্তাব দিয়েছিল, জানতে চাওয়া হলে তিনি জানিয়ে দেন, ভারত কখনই জাতীয় সুরক্ষার মতো ইস্যুতে কোনও আপসরফা, সমঝোতা করে না। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া সুনিশ্চিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল বলে জানান তিনি। মাসুদকে নিষিদ্ধ তালিকায় ফেলার ক্ষেত্রে পুলওয়ামা হামলার ভূমিকা ছিল বলে জানান তিনি, এও বলেন, ওকে তকমা দেওয়ার ক্ষেত্রে চিনের সমর্থন আগামীদিনে ভারত-চিন সম্পর্ক মজবুত করতেও সাহায্য করবে।
বুধবার চিন দীর্ঘদিনের আপত্তি তুলে নেওয়ায় মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার জন্য ভারতের বহুদিনের চেষ্টা সাফল্যের মুখ দেখে।
ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার পর রাষ্ট্রপুঞ্জে নতুন করে প্রস্তাব পেশ করে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য। পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। জইশ তার দায় স্বীকার করে।