নয়াদিল্লি: পঞ্জাবে লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ। আজ পাতিয়ালা জেলায় কার্ফু পাস দেখতে চাওয়ায় পুলিশকর্মীদের আক্রমণ করল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। তারা এক সাব-ইন্সপেক্টরের হাত কেটে নেয়। আরও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘একটি গাড়িতে করে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী যাচ্ছিল। পাতিয়ালার একটি সবজি বাজারের কাছে তাদের গাড়ি আটকান পুলিশকর্মীরা। তাদের কার্ফু পাস দেখাতে বলা হয়। এ কথা শুনেই রেগে গিয়ে পুলিশকর্মী এবং অন্যান্য পুলিশকর্মীদের আক্রমণ করে দুষ্কৃতীরা।’

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দীনকর গুপ্ত ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একদল নিহাঙ্গ পাতিয়ালার সবজি মান্ডিতে কয়েকজন পুলিশ অফিসার ও মান্ডি বোর্ডের এক আধিকারিককে জখম করেছে। এএসআই হরজিৎ সিংহের হাত কেটে গিয়েছে। তাঁকে পিজিআই চণ্ডীগড়ে ভর্তি করা হয়েছে। অন্য দু’জনের শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে।’