নয়াদিল্লি: লোকসভায় চলতি বাজেট অধিবেশনের মধ্যেই কংগ্রেসের দলনেতা বদল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বদলে লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত করা হল রবনীত সিংহ বিট্টুকে। পঞ্জাবের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের পৌত্র বিট্টু। তিনি ২০০৯ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। সেবার তিনি জয় পান আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে। এরপর ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি জেতেন লুধিয়ানা কেন্দ্র থেকে। তাঁকে গত বছরের অগাস্টে লোকসভায় কংগ্রেসের মুখ্যসচেতক নির্বাচিত করা হয়। এবার আরও বড় দায়িত্ব দেওয়া হল।


কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর আগামী ২ মাস পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। লোকসভায় কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈও অসমের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। সেই কারণে বিট্টুকে লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে বেছে নেওয়া হল।


কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু করার পর পঞ্জাবের যুব কংগ্রেসের নেতা নির্বাচিত হন বিট্টু। তিনি দীর্ঘদিন ধরেই দলে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। ২০০৯ সালে পঞ্জাবের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি মাদক সেবনের বিরুদ্ধে প্রচার শুরু করেন। ২০১১ সালে রাজ্যে মাদক রোখার জন্য একটি সংস্থা গড়ে তোলার দাবিতে অনশনের আয়োজনও করেন বিট্টু। তিনি এবার লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হওয়ায় ট্যুইট করে অভিনন্দন জানিয়েছে পঞ্জাব প্রদেশ কংগ্রেস।