নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বইয়ে যাওয়া বিহার পুলিশের অফিসারকে কোয়ারেন্টিনে পাঠানোর সমালোচনা করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, এর মাধ্যমে ভুল বার্তা পৌঁছেছে সর্বত্র।

বুধবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি বলেছেন, ‘মুম্বই পুলিশের পেশাদারিত্বের খ্যাতি আছে। তবে বিহারের পুলিশ অফিসারকে কোয়ারেন্টিনে পাঠিয়ে সঠিক বার্তা পৌঁছয়নি।’

সুশান্তের বাবা কে কে সিংহের আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন যে, মুম্বই পুলিশ তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে যে, সুশান্ত মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে বিহার সরকার যে সুপারিশ করেছিল, তা মঞ্জুর করে নেওয়া হয়েছে। যা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, ‘অভিনেতার মৃত্যু নিয়ে সত্য উদঘাটন হওয়াটা জরুরি।’

মহারাষ্ট্র পুলিশ যদিও দাবি করেছে যে, এই বিষয়ে এফআইআর দায়ের বা তদন্ত করার কোনও এক্তিয়ার নেই বিহার পুলিশের। ব্যাপারটিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে মুম্বই পুলিশ। সুশান্তের বাবা কে কে সিং অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাৎ করা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পটনায় এফআইআর দায়ের করেছেন। সেই মামলাটি মুম্বইয়ে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া।