তিরুঅনন্তপুরম: নাথুরাম গডসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করলেন রাহুল গাঁধী। নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়েনাড়ে মহাত্মা গাঁধীর হত্যাকারীর সঙ্গে প্রধানমন্ত্রীকে একাসনে বসিয়ে ‘মোদির মন গডসের মতোই এতটাই ঘৃণা, ক্রোধে ভরা যে তিনি ভারতের শক্তি বুঝতে পারেননি’ বলে মন্তব্য করেন রাহুল।
ওয়েনাড়ের কালপেট্টা বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, গডসে গাঁধীকে গুলি করেছিলেন কেননা তিনি নিজেকেই বিশ্বাস করতেন না। তিনি কাউকে ভালবাসতেন না, কারও কথাই ভাবতেন না, কাউকে বিশ্বাসও করতেন না। আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তিনি শুধু নিজেকে ভালবাসেন, শুধু নিজেকেই বিশ্বাস করেন। এদেশের কোটি কোটি মানুষের কন্ঠস্বর শুনতে তিনি আগ্রহী নন।
নিজের ভাষণে রাহুল বলেন, প্রতিটি মানুষ নিজের মতো সত্যের সন্ধান করুন, এটাই চাইতেন গাঁধী। আমাদের সংস্কৃতি, ইতিহাস দেখুন, এটা আমাদের ঐতিহ্যের মধ্যেই আছে। দেশের দিকে চোখ রাখলে দেখা যায়, বিরাট বিরাট মানুষেরা অন্যদের সত্যের সন্ধানে ব্রতী হতে প্রেরণা দিয়েছেন। কিন্তু আজ এক অজ্ঞ, যিনি কিছু জানেন না, তিনি এই বোধকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন। উনি এতটাই ঘৃণা, বিদ্বেষে পূর্ণ যে তিনি ভারতের শক্তি কী, তা বোঝেন না। গাঁধীকে গুলি করার সময় গডসে তাঁর চোখে চোখ রাখতে পারেননি, কেননা তিনি ছিলেন মিথ্যেবাদী, ভীতু, সত্যের দিকে কখনও যিনি তাকাতে পারেন না।
নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও মোদি, বিজেপি ভারতে বিভাজন ঘটাতে, ঘৃণা ছড়াতে চাইছেন বলে অভিযোগ তুলে রাহুল প্রশ্ন করেন, আমি ভারতীয় কিনা, সেটা মোদি ঠিক করার কে। কে তাঁকে এটা ঠিক করার লাইসেন্স দিয়েছে, কে ভারতীয়, কে নন। ওদের শান্তিপূর্ণ পথে মোকাবিলা করা আমাদের কর্তব্য। যে ভাবে আমরা গডসের দর্শনের বিরুদ্ধে লড়েছি, সেভাবেই মোদির মোকাবিলা হবে। আমি বলছি, আমরা জিতব।
গডসের সঙ্গে তুলনা, আমি ভারতীয় কিনা, মোদি ঠিক করার কে? ওয়েনাড়ের সভায় প্রশ্ন রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 02:32 PM (IST)
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, গডসে গাঁধীকে গুলি করেছিলেন কেননা তিনি নিজেকেই বিশ্বাস করতেন না। তিনি কাউকে ভালবাসতেন না, কারও কথাই ভাবতেন না, কাউকে বিশ্বাসও করতেন না। আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তিনি শুধু নিজেকে ভালবাসেন, শুধু নিজেকেই বিশ্বাস করেন। এদেশের কোটি কোটি মানুষের কন্ঠস্বর শুনতে তিনি আগ্রহী নন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -